যশোরে ইজারাদার সাদিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

যশোরে ইজারাদার সাদিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা | এখন টিভি
0

যশোর রেল বাজারের ইজারাদার মীর সাদিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (সোমবার, ১৭ মার্চ) রাত ১২টার দিকে শহরের রেলগেট এলাকায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়।

নিহতের স্বজনরা জানান, রাতে ট্যাটু সুমন নামে চিহ্নিত এক সন্ত্রাসী সাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেল বাজার নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

এসএস