পরে স্থানীয় ছাত্র-জনতার তোপের মুখে কর্তৃপক্ষ ব্যানার নামাতে বাধ্য হয়। বিষয়টি লামা উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দ্রুত কার দায়িত্ব অবহেলায় এমনটি হয়েছে তা খতিয়ে দেখার জন্য বলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সোমবার সকালে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন এর এডভোকেসি সভার আয়োজন করা হয়। কর্তৃপক্ষ গত বছরের ব্যানার দিয়ে দায়সারাভাবে সভাটি করার প্রস্তুতি নেয়া হয়। সেই ব্যানারে শেখ হাসিনার ছবি ছিল। বিষয়টি জানার পরপরই নিন্দার ঝড় উঠে।
জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে লামা উপজেলা স্বাস্থ্য বিভাগ সভার আয়োজন করে।
উল্লেখ্য উপজেলা নির্বাহী অফিসার পরবর্তীতে ব্যানার ছাড়াই প্রধান অতিথি হয়ে পূর্ব নির্ধারিত সভা সম্পন্ন করেন।





