হাওরের ধনু নদীতে নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার

হাওরের ধনু নদীতে নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার | এখন টিভি
0

নেত্রকোণার হাওরাঞ্চল খালিয়াজুরীতে মাছ শিকারকে কেন্দ্র করে সংঘর্ষে নিখোঁজ হওয়া পাঁচজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। নিখোঁজের দুই দিন পর আজ (সোমবার, ১০ মার্চ) দুপুরে জেলার খালিয়াজুরী উপজেলার ধনু নদীর পৃথক স্থান নাওটানা ও রসুলপুর ঘাট এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন আটপাড়া উপজেলার শহীদ মিয়া (৫০), কেন্দুয়া উপজেলার হৃদয় (৩০) ও মদন উপজেলার রোকন মিয়া (৫০)।

এর আগে গত ৮ মার্চ হাওরের বিভিন্ন জলমহালে শতশত মাছ শিকারি মাছ ধরতে গিয়ে নদী পার হওয়া নিয়ে মাঝিদের সাথে বিরোধে জড়ায়। নৌকার মাঝিরা পার না করায় তাদের উপর হামলা চালালে এক পর্যায়ে গ্রামবাসীর সাথে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের সময় উভয়পক্ষের প্রায় অর্ধশত জন আহত হন অন্য পাঁচজন নিখোঁজ ছিলেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ৫১ জনকে খালিয়াজুরী থানার পুলিশ আটক করে। পরদিন ৯ মার্চ আটকদের স্থানীয় নেতাকর্মীদের জিম্মায় ছেড়ে দেয়। এরপর আজ পুনরায় মদন থেকে সংঘর্ষে জড়াতে গেলে প্রশাসন ও যৌথবাহিনী নিয়ন্ত্রণ করে।

খালিয়াজুরী উপজেলার লেপসিয়া ফাঁড়ির নৌ পুলিশের আইসি জাহাঙ্গীর হোসেন খান মদন উপজেলার ত্রিয়শী ইউনিয়নের বাগজান গ্রামের রোকনের লাশটি রসুলপুর ঘাট থেকে উদ্ধার করেন।

মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, 'মদনের একজনের লাশ উদ্ধার হয়েছে। সাথে আরও দুই উপজেলার দু'জনের খবর পেয়েছি। কয়জন নিখোঁজ ছিল এটা বলা যাচ্ছে না।'

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার নুরুল ইসলাম জানান, নাওটানা ঘাট থেকে দু'জনের লাশ উদ্ধার করা হয়েছে। আর একজনের লাশ পুলিশ উদ্ধার করে।

এসএস