আজ (শনিবার, ৮ মার্চ) সকাল থেকে এই সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ দুপুরে তাদেরকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল কয়েকদিন ধরেই খালিয়াজুরী উপজেলার বিভিন্ন জলমহালে পলবাইছের নামে হাজার হাজার মানুষ মাছ লুটের অভিযোগ ওঠে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে বিভিন্ন এলাকা থেকে অটোরিকশাসহ নানা বাহনে হাজার হাজার মানুষ খালিয়াজুরী হাওরের বিভিন্ন জলমহালে যায়।
এসময় খালিয়াজুরী রসুলপুর ঘাটে নৌকা দিয়ে পার হতে গেলে নৌকা চালক পার করতে অসম্মতি জানায়। ফলে নৌা চালকদের সাথে বিরোধে জড়ায় মাছ লুট করতে আসা ব্যক্তিরা। পরে ধীরে ধীরে বিষয়টি নিয়ে গ্রামবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হলে পলবাইছদের সাথে গ্রামবাসী বিরোধে জড়ায়।
এক পর্যায়ে তাদের অটোরিকশা আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে তারা মারাত্মক সংঘর্ষে জড়িয়ে গেলে প্রায় অর্ধশত মানুষ আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আটক শুরু করে।
এদিকে রসুলপুর গ্রামের পরশ আলী (৬০), রুবেল (৩০), স্বপনসহ (২৪) গুরুতরদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরশ আলীকে কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
খালিয়াজুরী থানার ওসি মগবুল হোসেন বলেন, 'কয়জন আহত তা বলা যাচ্ছে না। কেউ লাঠির আঘাত, কিল ঘুষি এভাবে অনেকে আহত হয়েছেন। গুণে বলা যাবে না। বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। তাই কোন হাসপাতালে কতজন তা বলা যাচ্ছে না। তবে ঘটনাস্থল থেকে ৩৫ থেকে ৪০ জনকে আটক করেছি। আরও আটক হবে। মাছ ধরতে বিভিন্ন জলমহালে নেমে গিয়েছিল হাজার খানেক মানুষ। পরে তারা গ্রামের মানুষের সাথে বিরোধে জড়ালে এই সংঘর্ষ হয়।'





