প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হককে বক্তব্য দিতে না দেয়ায় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে হট্টগোল শুরু করেন।
একপর্যায়ে সমাবেশে থাকা চেয়ার ছোড়াছুড়ি করেন। এ সময় পাশেই দুইটি ককটেল বিস্ফোরণ করা হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সামরিক সচিব মেয়র জেনারেল (অব.) শরীফ উদ্দীন এবং বিশেষ অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শাহীন শওকতসহ জেলা বিএনপির নেতারা।





