আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় সুনামগঞ্জের ঠাকুরভোগ গ্রাম। দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক।
স্থানীয়রা জানান, গ্রামের নূর মিয়া ও সুফি মিয়ার শত্রুতা পুরোনো। এরই জেরে সুফির গ্রুপ শিরনি বিতরণে নামলে বাধা দেয় নুরের অনুসারীরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপের সদস্যরা।
স্থানীয় একজন বলেন, 'আমরা কথা বলতে বলতেই ওরা ৪০০ এর মতো মানুষ চলে আসে। পরে দুই দিক থেকেই মারামারি শুরু হয়।'
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শান্তিগঞ্জ থানা পুলিশের দু'টি দল।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, 'আওয়ামী লীগ বিএনপি বিষয় না। বিষয় হলো দুই গ্রামের মধ্যে। ঘটনা হলো সিরনি বিতরণ নিয়ে।'
এদিকে রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে দু'জন নিহত ও আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শরিফুল ইসলাম বলেন, 'এখন পরিস্থিতি স্বাভাবিক। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একজন নিহত হয়েছে। অভিযান চলমান আছে, যারা জড়িত, তাদের গ্রেপ্তার করা হবে।'





