এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিংয়ের ডিলার সম্মেলন অনুষ্ঠিত

ডিলার সম্মেলন অংশগ্রহণকারীরা
ডিলার সম্মেলন অংশগ্রহণকারীরা | ছবি: সংগৃহীত
1

‘সাহস সমৃদ্ধির’ স্লোগানে অনুষ্ঠিত হলো এ-ওয়ান পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ডিলার সম্মেলন-২০২৫। আজ (রোববার, ১২ অক্টোবর) ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) অনুষ্ঠিত এ ডিলার সম্মেলনে দেশের প্রায় ৭০০ ডিলার উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মানোয়ার হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ আর. হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিল্ডিং ম্যাটারিয়ালস ডিভিশনের সিএমও মোহাম্মদ আতিক আকবর, সিএফও বাবলা বসু, লজিস্টিক ডিরেক্টর মো. মফিদুল হক, সিনিয়র জি এম বিজনেস মো. আব্দুর রাজ্জাক, মার্কেটিং বিভাগের এ.জি.এম. মো. ফাহিম হোসেন, জি. এম. অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মো. আফতাব আলম খান এবং হেড অব বিজনেস অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট খন্দকার শফিকুল ইসলাম উল্লাস।

অনুষ্ঠানে এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিংয়ের সেরা ডিলারদের পুরস্কার প্রদান করা হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এএইচ