আজ (শনিবার, ১৮ মে) সকালে নোয়াখালীর একটি কমিউনিটি সেন্টারে বেলুন উড়িয়ে ও জাতীয় সংগীতের মাধ্যমে স্কুল ব্যাংকিং কনফারেন্সের উদ্বোধন করা হয়।
রূপালী ব্যাংক পিএলসি'র মহাব্যবস্থাপক ও কুমিল্লার বিভাগীয় প্রধান মোহাম্মদ আমীর হোসেনের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন।
এসময় সোনালী ব্যাংক পিএলসি'র জেনারেল ম্যানেজার মো. শাহজাহান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক মীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৮ বছরের কম বয়সের সকল শিশুদের জন্যই স্কুল ব্যাংকিংয়ের এই কার্যক্রম। এর মাধ্যমে শিশুরা ছোট থেকেই সঞ্চয়ে আগ্রহী হয়ে উঠবে। তাদের ক্ষুদ্র সঞ্চয় জাতীয়ভাবে বৃহৎ আকারে রূপ নেবে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে।