আজ (শনিবার, ৩১ জানুয়ারি) রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন তিনি। পথসভায় বিভিন্ন শ্রেণিপেশা, ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এসময় বিএনপির এ প্রার্থী এ আসনের মানুষদের প্রত্যাশা ও সমস্যার কথা শোনেন। তিনি রাঙ্গুনিয়ার জনসাধারণকে আশ্বস্ত করে বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে রাঙ্গুনিয়ার প্রকৃত উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করবো।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘বিগত আমলে রাঙ্গুনিয়ার ব্যাপক উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে তার কিছুই হয়নি। নির্বাচিত হলে এলাকার যোগাযোগ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেয়া হবে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণে জনসাধারণের মতামতকে গুরুত্ব দেয়া হবে।’
এছাড়াও এলাকার কৃষির সম্ভাবনা ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টিসহ দক্ষ যুবসমাজ গঠনে ভূমিকা রাখার আশ্বাস দেন হুম্মাম কাদের।
উল্লেখ্য, চট্টগ্রামের এ আসনটিতে ধানের শীষ, দাঁড়িপাল্লার প্রার্থীসহ ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩ লাখ ১৯ হাজার ভোটার এ আসনে ভোট দেবেন।





