প্রাইজবন্ড ১২২তম ড্র: রোববার ভাগ্য বদলাবে বিজয়ীদের, ফল জানুন ঘরে বসেই

প্রাইজবন্ড ড্র ফলাফল
প্রাইজবন্ড ড্র ফলাফল | ছবি: এখন টিভি
0

মধ্যবিত্তের স্মার্ট সঞ্চয়ের অন্যতম মাধ্যম প্রাইজবন্ডের (Prize Bond) বহুপ্রতীক্ষিত ১২২তম ‘ড্র’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ০১ (রোববার, ফেব্রুয়ারি)। ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই ড্র-তে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন এককালীন ৬ লাখ টাকা। প্রতি তিন মাস পরপর অনুষ্ঠিত হওয়া এই লটারিতে মোট ৪৬টি পুরস্কার জেতার সুযোগ রয়েছে।

পুরস্কারের পরিমাণ ও কর (Prize Money and Tax)

প্রাইজবন্ডের প্রতিটি সিরিজে পুরস্কারের সংখ্যা ও অর্থের পরিমাণ নির্ধারিত থাকে। এ বছর পুরস্কারের তালিকা নিম্নরূপ:

  • প্রথম পুরস্কার (1st Prize): ৬ লাখ টাকা।
  • দ্বিতীয় পুরস্কার (2nd Prize): ৩ লাখ ২৫ হাজার টাকা।
  • তৃতীয় পুরস্কার (3rd Prize): ১ লাখ টাকা (২টি)।
  • চতুর্থ পুরস্কার (4th Prize): ৫০ হাজার টাকা (২টি)।
  • পঞ্চম পুরস্কার (5th Prize): ১০ হাজার টাকা (৪০টি)।

তবে মনে রাখা জরুরি যে, আয়কর আইন ২০২৩ (Income Tax Act 2023) অনুযায়ী পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ উৎসে কর (Withholding Tax) কেটে রাখা হবে।

আরও পড়ুন:

প্রাইজবন্ড ১২২তম ড্র (১ ফেব্রুয়ারি ২০২৬) পুরস্কারের তথ্য
পুরস্কারের ক্রম (Prize Order) বিজয়ীর সংখ্যা (Winner Count) পুরস্কারের অর্থ (টাকায়)
প্রথম পুরস্কার০১ জন৬,০০,০০০ টাকা
দ্বিতীয় পুরস্কার০১ জন৩,২৫,০০০ টাকা
তৃতীয় পুরস্কার০২ জন১,০০,০০০ টাকা (জনপ্রতি)
চতুর্থ পুরস্কার০২ জন৫০,০০০ টাকা (জনপ্রতি)
পঞ্চম পুরস্কার৪০ জন১০,০০০ টাকা (জনপ্রতি)

বিশেষ দ্রষ্টব্য: প্রাইজবন্ড কেনার ২ মাস পূর্ণ না হলে সেটি ড্র-এর আওতায় আসে না। ড্র অনুষ্ঠিত হওয়ার দিন থেকে পরবর্তী ২ বছরের মধ্যে পুরস্কারের অর্থ দাবি করতে হবে।

ফল দেখার সহজ পদ্ধতি (How to Check Result)

প্রাইজবন্ডের ফলাফল এখন অনলাইনে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজেই জানা যায়:

১. সফটওয়্যার/ওয়েবসাইট: অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (IRD) নির্দিষ্ট ওয়েবসাইট prizebond.ird.gov.bd থেকে নম্বর লিখে বা এক্সেল ফাইল আপলোড করে ফল জানা যাবে।

২. মোবাইল অ্যাপ: গুগল প্লে স্টোর থেকে 'PBRIS' অ্যাপটি ডাউনলোড করে সহজেই প্রাইজবন্ডের নম্বর মিলিয়ে নেওয়া সম্ভব।

৩. বিগত ড্র চেক: বর্তমান নিয়ম অনুযায়ী, ড্র হওয়ার তারিখ থেকে বিগত ২ বছরের (শেষ ৮টি ড্র) যেকোনো পুরস্কার দাবি করা যায়।

প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ দাবি করার নিয়মাবলী

১. আবেদন ফরম সংগ্রহ: পুরস্কারের অর্থ দাবি করার জন্য একটি নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করতে হয়। এই ফরমটি বাংলাদেশ ব্যাংকের যেকোনো শাখা অথবা বাণিজ্যিক ব্যাংক থেকে সংগ্রহ করা যায়।

২. প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনের সাথে নিম্নলিখিত জিনিসগুলো জমা দিতে হবে:

  • মূল প্রাইজবন্ড (Original Prize Bond)।
  • বিজয়ীর জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত ফটোকপি।
  • দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
  • বন্ডের উল্টো পিঠে বিজয়ীর স্বাক্ষর।

৩. কোথায় জমা দেবেন: ১ম, ২য় ও ৩য় পুরস্কারের দাবি সাধারণত বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। এছাড়া নির্দিষ্ট কিছু ব্যাংকের মাধ্যমেও আবেদন করা যায়।

৪. আয়কর কর্তন: মনে রাখবেন, সরকারের নিয়ম অনুযায়ী পুরস্কারের মোট অর্থ থেকে ২০% উৎসে কর (Source Tax) কেটে বাকি টাকা আপনাকে দেওয়া হবে।

৫. সময়সীমা: ড্র অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছরের মধ্যে পুরস্কারের টাকা দাবি করতে হবে।

আরও পড়ুন:

প্রাইজবন্ড পুরস্কার দাবির প্রয়োজনীয় তথ্য ও চার্জ
বিষয় (Particulars) বিস্তারিত তথ্য (Details)
দাবি করার স্থানবাংলাদেশ ব্যাংক বা তফসিলি ব্যাংক
উৎসে কর (Tax)পুরস্কারের মোট অর্থের ২০%
বন্ডের বৈধতাড্র-এর তারিখ থেকে ২ বছর পর্যন্ত
প্রয়োজনীয় নথিমূল বন্ড, এনআইডি কপি ও ছবি
টাকা পাওয়ার মাধ্যমসাধারণত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে

আরও পড়ুন:

প্রাইজবন্ড ১২২তম ড্র: ফলাফল দেখার মাধ্যমসমূহ

সহজে প্রাইজবন্ডের ফল জানার উপায়
মাধ্যমের নাম (Method) কীভাবে দেখবেন (Process)
অনলাইন ওয়েবসাইটprizebond.ird.gov.bd লিঙ্কে গিয়ে নম্বর দিন
অ্যান্ড্রয়েড অ্যাপPBRIS অ্যাপে নম্বর সার্চ বা আপলোড করুন
বাংলাদেশ ব্যাংকঅফিসিয়াল গেজেট বা পিডিএফ শিট ডাউনলোড করুন
সংবাদপত্রড্র-এর পরদিন জাতীয় দৈনিক পত্রিকায় দেখুন


এসআর