রড লেভার অ্যারেনায় এক ঘণ্টা ৪০ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৭-৬ গেমে জয় পান রিবাকিনা। দ্বিতীয় সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও টাইব্রেকে পেগুলাকে আটকে দেন তিনি। এই আসরে এখন পর্যন্ত একটি সেটও হারাননি ২৬ বছর বয়সী রিবাকিনা।
আরও পড়ুন:
ফাইনালে তার প্রতিপক্ষ নারী এককের এক নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা। ২০২৩ সালে এ সাবালেঙ্কার বিপক্ষেই ফাইনালে হেরেছিলেন রিবাকিনা। অন্যদিকে, টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে ইতিহাস গড়েছেন সাবালেঙ্কা। এখন পর্যন্ত জিতেছেন চারটি গ্র্যান্ড স্ল্যাম।





