ক্রিকেটে চলমান বিরোধে জড়াতে চায় না শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড | ছবি: সংগৃহীত
0

আঞ্চলিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও নিরপেক্ষ অবস্থান বজায় রাখার স্পষ্ট বার্তা দিয়েছে শ্রীলঙ্কা। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে চলমান বিরোধে জড়াতে চায় না কলম্বো এ কথা জানিয়েছেন দেশটির ক্রিকেট সেক্রেটারি বান্দুলা দিসানায়েকে।

টানা কয়েক সপ্তাহ ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলা অস্থিরতায় বিপরীতমুখী অবস্থানে বাংলাদেশ-আইসিসি ও বিসিসিআই। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের খেলা শ্রীলঙ্কাতে সরিয়ে নেয়ার অনুরোধ থাকলেও সায় দেয়নি আইসিসি। এ নিয়ে মুখ খুলেছেন শ্রীলঙ্কার ক্রিকেট সেক্রেটারি বান্দুলা দিসানায়েকে।

এএফপিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এই তিনটিই শ্রীলঙ্কার বন্ধুপ্রতিম দেশ, তাই নির্দিষ্ট কোনো দেশের পক্ষ নিতে চায় না লংকানরা।

আরও পড়ুন:

এই নিরপেক্ষ অবস্থানের মধ্যেই আগামী মাসে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা। দ্বিবার্ষিক এই টুর্নামেন্টটি শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কায় মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশেষভাবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত ও পাকিস্তানের বহুল আলোচিত ম্যাচকে সামনে রেখে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে শ্রীলঙ্কা সরকার। ক্রীড়া মন্ত্রী সুনীল কুমারা গামাগে বলেছেন, টুর্নামেন্টের নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজনই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন,অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তায় এলিট সশস্ত্র কমান্ডো ইউনিট মোতায়েন থাকবে, যারা সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত থাকেন। দলগুলো বিমানবন্দর থেকে স্টেডিয়াম ও আবাসন পর্যন্ত সার্বক্ষণিক সশস্ত্র প্রহরায় থাকবে।

এর আগে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান ভারতে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে আনে। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কা জানিয়েছে রাজনৈতিক বিরোধ নয়, বরং নিরাপদ ও সফল ক্রীড়া আয়োজনই তাদের মূল লক্ষ্য। তবে নিপাহ ভাইরাসের সংক্রমণ বাড়লে বিশ্বকাপ নিয়ে আসতে পারে নতুন মোড়। বর্তমান পরিস্থিতি উদ্বেগের কথা জানিয়েছে ইংল্যান্ড। সংক্রমণ বাড়লে বেকে বসতে পারে ইংল্যান্ড ও স্কটল্যান্ড।

ইএ