২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলংকায় হওয়া যুক্তরাষ্ট্র দলের প্রশিক্ষণ ক্যাম্পে ছিলেন জোন্স। এ ক্যাম্পে থাকা ১৮ জনের মধ্য থেকেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১৫ জন বেছে নেবে ইউএসএ ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন:
তবে সাময়িক নিষেধাজ্ঞা পাওয়ায় বিশ্বকাপের দলে জোন্সের সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। জোন্সের বিরুদ্ধে আনা অভিযোগগুলো হলো; ২০২৩-২৪ মৌসুমে বার্বাডোজে আয়োজিত ‘বিম-১০’ টুর্নামেন্টে ফিক্সিংয়ে জড়িত থাকা, প্ররোচিত করা, প্রস্তাব গোপন করা ও তদন্তে সহযোগিতা না করা।
এর মাঝে দুটি অভিযোগ আন্তর্জাতিক ম্যাচের সঙ্গেও সম্পর্কিত বলে জানিয়েছে আইসিসি।





