তিনি বলেন, ‘আফসোস তারাই আবার বলেন নারীদের সম্মানিত করার জন্য ফ্যামিলি কার্ড দিবেন নারীদের হাতে। এক হাতে ফ্যামিলি কার্ড আরেক হাতে আমার মায়ের গায়ে হাত এ দুইটা আমরা দেখতে চাই না। মায়েরা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না।’
গতকাল (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) বিকেলে মিরপুর ওয়াক আপ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেন জামায়াত আমির। এই আসনের প্রার্থী প্রয়াত জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান। বক্তব্যে আরমান ও পরিবারের ওপর নির্যাতনের কথা তুলে ধরেন ডা. শফিকুর রহমান।
এসময় তিনি বলেন, ‘ভোট চাইতে গেলে নারীদের গায়ে হাত তোলা হচ্ছে। সরকার গঠন করলে সবক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।’
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা সেদিন সাক্ষর করলেন অথচ এখন তারা চুপ। তাদের আমি বিনয়ের সঙ্গে বলবো আপনাদের অবস্থান স্পষ্ট করুন। আপনারা কি সংস্কার চান নাকি চান না। যারা চুপ করে আছে তাদের বলেছি। আপনাদের খোলাসা করতে হবে। বলতে হবে আপনারা কি চান।’
আরও পড়ুন:
এর আগে দুপুরে রাজধানীর অন্যতম বড় পাইকারি আড়ত কারওয়ান বাজারের ব্যবসায়ী-কর্মচারীদের সভা করেন জামায়াত আমির। সিন্ডিকেট ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আজ যার পক্ষে এখানে কথা বলতে দাঁড়িয়েছি। তার মা এখানে উপস্থিত আছেন। মাঝে মাঝে তাদের খোঁজ নেয়ার জন্য ফোন করতাম। ধরা গলায় জিজ্ঞেস করতেন আমার আরমানের কোনো খবর আছে? সে কি বেঁচে আছে?’
সুষ্ঠু নির্বাচনে আয়োজনে আলামত ভালো নয় বলেও শঙ্কা জানান ডা. শফিকুর রহমান। এর আগে মিরপুর-১৩ নম্বরে গণভোটে হ্যাঁ ভোট ও ডিজিটাল ক্যাম্পেইনের মাল্টিমিডিয়া বাস উদ্বোধন করেন জামায়াত আমির।
সকালে নিজ আসন মিরপুর-১৫'তে প্রধান নির্বাচন কার্যালয় উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। এসময় শেরপুরে দলীয় নেতা-কর্মীদের হামলার ঘটনায় তীব্র সমালোচনা করেন তিনি।
জামায়াতে আমির বলেন, ‘দুই একজন নেতা এখন বলছেন ঠিকাছে আমরা এত অসৎ ছিলাম আপনারা সৎ ছিলেন তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাই নি এজন্য অন্তত তিনটা মন্ত্রণালয় বেঁচে যাক। দুর্নীতির হাত থেকে মুক্তি পাক। কিছু একটার ঠিকানা মানুষ পেয়ে যাক। বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক। ভালো মানুষের হাতে দেশ গেলে সৎ ও থাকা সম্ভব, দুর্নীতিও দূর করা সম্ভব।’
প্রতিটি জনসভাতেই ন্যায়বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন ডা. শফিকুর রহমান। জানান, সরকার গঠন করলে দেশের মালিক নয়; মানুষের সেবক হবে জামায়াত।





