চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ী ও শিল্প মালিকদের রক্ষা করবে জামায়াত: ডা. শফিকুর

জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ছবি: সংগৃহীত
0

দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বিজনেস সামিটে যোগ দিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ী ও শিল্প মালিকদের রক্ষা করবে জামায়াত। গতকাল (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেলে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন তিনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী ১২ তারিখের নির্বাচনে জনগণের আমানত ও ভোটে জয়ী হওয়ার পর ১৩ তারিখ থেকেই বাংলাদেশের চিত্র পাল্টে যাবে এবং দেশের নব্বই শতাংশ চাঁদাবাজের হাত চিরতরে অবশ করে দেয়া হবে।’

এসময় বলেন, শিল্প উদ্যোক্তা ও শ্রমিকদের মধ্যে নানা সময়ে সংঘর্ষের ঘটনায় ধ্বংস হচ্ছে প্রতিষ্ঠান। এজন্য ধনী-গরিব সকলের জন্য কর্মক্ষেত্রে বোঝাপড়া জরুরি বলে মনে করেন তিনি।

আরও পড়ুন:

জনশক্তিকে দেশের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই শক্তি কাজে লাগাতে হবে। সংসার ও সন্তান সামলে ৮ ঘণ্টা অফিস নারীদের প্রতি অবিচার বলেও মন্তব্য করেন তিনি। মায়েদের যথাযথ সম্মান দিয়ে তাদের কর্ম ঘণ্টা ৫ ঘণ্টা করা হবে বলে জানান জামায়াত আমির। তিনি বলেন, মায়েদের তিন ঘণ্টার বেতন সমন্বয় করবে সরকার।

ইএ