বিমানের যাত্রী তালিকায় দেশটির আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্টেরো এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেডোর নাম ছিল। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে ভেনেজুয়েলার সীমান্তের কাছে একটি পাহাড়ি অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়।
আরও পড়ুন:
কুকুটা শহর থেকে ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত ওকানা শহরে অবতরণের ১১ মিনিট আগেই বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। দুর্ঘটনাস্থল কলম্বিয়ার গেরিলা গোষ্ঠীর নিয়ন্ত্রণে বলে জানা গেছে।





