গণসংযোগের সময় পথে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন শফিকুর রহমান। উত্তর কাফরুল হাইস্কুল থেকে প্রচারণা শুরু করেন তিনি। জানান, দেশের শিক্ষাখাতকে নতুন করে ঢেলে সাজানো হবে।
জামায়াত আমির বলেন, ‘আমরা দুটো বিষয়ে হাত দেবো; একটি মোড়াল এডুকেশন, অন্যটি প্রফেশনাল। আমাদের দেশে এ দুই শিক্ষার দারুণ অভাব। যদি এ দুই শিক্ষাকে কাভার করতে পারি, তাহলে যেখানে থাকি না কেন, সবখান থেকেই দেশের জন্য অবদান রাখতে পারবো।’
আরও পড়ুন:
এসময় সাংবাদিকদের কাছে জামায়াত আমির অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন স্থানে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। প্রার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে।’
শফিকুর রহমান বলেন, ‘শুধু নাসীরুদ্দীন পাটওয়ারী কেন, এর আগে আদিবের ওপরে হামলা হয়েছ। আমাদের লোকজনের ওপরে জায়গায় জায়গায় হামলা হয়েছে। এমনকি মা-বোনদের পেটের ওপরে লাথি দেয়া হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করবো, এটার নাম রাজনীতি না। এটা রাজনীতির নামে অপসংস্কৃতি। এখান থেকে বেড়িয়ে আসতে হবে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা কিছু প্রতিকার পেয়েছি। একেবারে পাইনি, তা বলবো না। তবে আরও অনেক প্রয়োজন আছে।’
গত কয়েকদিন ধরে রংপুর ও খুলনা বিভাগে নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করেন জামায়াত আমির। এসময় ১১ দলীয় ঐক্যের জনসভায় ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি।





