ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সামরিক হতাহতের সংখ্যা প্রায় ২০ লাখ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সামরিক বাহিনী
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সামরিক বাহিনী | ছবি: সংগৃহীত
0

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে, চার বছরে দুই দেশে সামরিক হতাহতের সংখ্যা ২০ লাখের কাছাকাছি। মার্কিন থিংকট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদনে দাবি, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষতির বড় অংশ বহন করেছে মস্কো। ১২ লাখ হতাহতের মধ্যে নিহতের সংখ্যা সোয়া তিন লাখ। অন্যদিকে, ইউক্রেনে পাঁচ থেকে ছয় লাখ হতাহতের মধ্যে প্রাণহানি এক থেকে দেড় লাখ।

আরও পড়ুন:

এদিকে, গতকাল স্থানীয় সময় (মঙ্গলবার, ১৭ জানুয়ারি) ইউক্রেনের খারকিভে একটি যাত্রীবাহী ট্রেনে রুশ হামলায় প্রাণ গেছে অন্তত চারজনের। সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

গেলো ২৪ ঘণ্টায় খারকিভ আর ঝাপোরিঝিয়ায় ইউক্রেনের আরও দুটি বসতিরও দখল নিয়েছে রাশিয়া।

এফএস