আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, ‘ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি নয়, বরং আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের রাজনীতি করে যাচ্ছে। ইসলামী আন্দোলন দেশের মানুষের অধিকার ও ইসলামী মূল্যবোধ রক্ষায় আপসহীনভাবে কাজ করে যাচ্ছে।’
আরও পড়ুন:
পথসভায় বক্তারা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান এবং ইসলামী আন্দোলনের নীতি ও আদর্শ তুলে ধরে ভোটারদের প্রতি সমর্থন কামনা করেন।
টাঙ্গাইল-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার জাকির হোসেন সবুজের সভাপতিত্বে অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।





