‘১২ তারিখ পর্যন্ত সময় দিলাম, চাঁদাবাজি-সন্ত্রাসী বন্ধ না করলে পুলিশে সোপর্দ করবো’

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী | ছবি: এখন টিভি
0

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ১২ তারিখ পর্যন্ত সময় দিলাম। চাঁদাবাজি, সন্ত্রাসী বন্ধ না করলে সবাইকে পুলিশে সোপর্দ করবো।

আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে নির্বাচনি প্রচারণায় তার ওপর ডিম নিক্ষেপের ঘটনায় বিক্ষোভ মিছিলে নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেন।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এখানে এমপি মন্ত্রী হতে আসিনি। এসেছি শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার করতে। আমরা এসেছি ইনসাফ কায়েম করতে। যারা সারাদেশে মা বোনদের ওপর হামলা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তারেক রহমানের পরিকল্পনায় আব্বাসের নির্দেশে এ হামলা চালানো হয়েছে।’ তিনি আরও বলেন, জীবন আল্লাহর কাছে সমর্পণ করেছি। কাউকে ভয় করি না।’

এএইচ