এ ঘটনায় মঙ্গলবার রাজধানীর ফকিরাপুলে জরুরি সংবাদ সম্মেলনে ব্রিফ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময়, তিনি অভিযোগ করে বলেন, মির্জা আব্বাসের নির্দেশে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালানো হয়েছে।
মির্জা আব্বাসের সমালোচনা করে নাহিদ ইসলাম আরও বলেন, ‘কারা আওয়ামী লীগের সঙ্গে আপস করে ঢাকায় সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছে, তা বাংলাদেশের মানুষ জানে।’
এমন ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে বরদাস্ত করা হবে না এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে আঘাত এলে পাল্টা আঘাতে তার জবাব দেওয়া হবে।’
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে এনসিপির এ শীর্ষ নেতৃত্ব বলেন, ‘পুলিশ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে এবং নির্বাচনি শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।’
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী হামলার ঘটনার বিবরণ তুলে ধরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মির্জা আব্বাসসহ হামলায় জড়িতদের বহিষ্কার করার জন্য।





