ঘুষমুক্ত রাঙামাটি গড়তে চাই—ভোটারদের জুঁই চাকমার প্রতিশ্রুতি

নির্বাচনি প্রচারণায় জুঁই চাকমা
নির্বাচনি প্রচারণায় জুঁই চাকমা | ছবি: এখন টিভি
0

ঘুষমুক্ত রাঙামাটি গড়ার ঘোষণা দিয়েছেন রাঙামাটি আসনে সংসদ সদস্য পদে একমাত্র নারী প্রার্থী, গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জুঁই চাকমা। তিনি বলেন, ‘নির্বাচিত হলে যুব সমাজসহ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে একটি ঘুষমুক্ত রাঙামাটি গড়ে তুলবেন। এটিই আমার প্রধান নির্বাচনি অঙ্গীকার ও ভোটারদের প্রতি প্রতিশ্রুতি।’

আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার ষষ্ঠ দিনে জেলার বিলাইছড়ি ও সদর উপজেলায় আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। এদিন তিনি বিলাইছড়ি বাজার, সদর উপজেলার জিবতলী ও মগবান ইউনিয়নে নির্বাচনি ইশতেহার বিতরণ, গণসংযোগ এবং পথসভায় অংশ নেন।

জুঁই চাকমা বলেন, ‘বিলাইছড়ি উপজেলার সীমান্ত এলাকায় স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার অবস্থা সন্তোষজনক নয়। ভোটাররা যদি কোদাল মার্কায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করেন, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে বিলাইছড়ি উপজেলার স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাঙামাটি গড়তে হবে। দেশ একটাই, তাই উন্নয়ন নীতিও এক হওয়া উচিত। রাঙামাটি জেলাবাসী যেন তাদের প্রতি সব ধরনের বৈষম্য প্রতিহত করে, সে আহ্বানও জানান তিনি। একই সঙ্গে এক দেশে দুই নীতি বন্ধে সরকারের প্রতিও আহ্বান জানান জুঁই চাকমা।’

এসময় উপস্থিত ছিলেন জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল চৌধুরী, সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া, নির্বাচনি মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ বিলাইছড়ি উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

এনএইচ