মেহেরপুরে জামায়াত নেতার গাড়ি থেকে উদ্ধারকৃত সরঞ্জাম অস্ত্র নয়, আটক ৩ জনের মুক্তি

মেহেরপুরে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন
মেহেরপুরে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

মেহেরপুরে যৌথ অভিযানে উদ্ধারকৃত মালামাল নিয়ে দিনভর চলা ধূম্রজালের অবসান ঘটেছে। পরীক্ষা-নিরীক্ষার পর উদ্ধারকৃত সরঞ্জামগুলো প্রাণঘাতী কোনো অস্ত্র নয় বরং সমাবেশের প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত হয়ে আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল (সোমবার, ২৬ জানুয়ারি) সন্ধ্যায় জেলা জামায়াত নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়।

পুলিশ জানান, উদ্ধারকৃত ওয়াকিটকি ও ইভেন্ট ম্যানেজমেন্টের সরঞ্জামকে প্রাথমিক অবস্থায় অস্ত্র হিসেবে সন্দেহ করা হলেও পরে পুলিশ যাচাই-বাছাই করে তাদের ছেড়ে দেন।

এ বিষয়ে জামায়াত নেতা তাজউদ্দীন খান বলেন, ‘যেসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, সেগুলো সমাবেশের প্যান্ডেল নির্মাণের কাজে ব্যবহৃত হচ্ছিলো। রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিপক্ষরা এগুলোকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি বলেন, ‘আটক ব্যক্তিদের পরিচয় ও সরঞ্জামের বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হয়েছে। জব্দ হওয়া সরঞ্জামগুলোর মধ্যে ওয়াকিটকি ছাড়া বাকি সব প্যান্ডেল তৈরির কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। তাই তাদের ছেড়ে দেয়া হয়েছে।’

আরও পড়ুন:

এর আগে সোমবার বেলা ১১টার দিকে শহরের হোটেল বাজার মোড়ে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছিল।

আটক ব্যক্তিরা ছিলেন—মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মাইক্রোবাসচালক ইজারুল হক, সদর উপজেলার কামদেবপুর গ্রামের জামায়াতকর্মী সাহারুল ইসলাম এবং খোকসা গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক সেলিম রেজা।

​সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের জনসভার কর্মসূচি ছিল। ওই জনসভায় যোগ দিতে আসার পথে হোটেল বাজার মোড়ে একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালায় সেনাবাহিনী। পরে গাড়ি থেকে ডেবল স্টিক, বিদেশি কুড়াল, ইলেকটিক শকার, প্লাস, ৩টা ওয়াকিটকি, ৪টা চার্জার ও ১টা হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।

এদিকে এই ঘটনায় এক জরুরি সংবাদ সম্মেলন করেছে মেহেরপুর জেলা জামায়াতে ইসলাম। সোমবার রাতে জেলা জামায়াতে ইসলামের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতে ইসলামের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন। তিনি ঘটনার তীব্র নিন্দা জানান।

জেলা জামায়াত জানায়, বিষয়টি অতিরঞ্জিত করে কিছু গণমাধ্যম ও কেউ কেউ সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। সেখানে এগুলোকে অস্ত্র হিসেবে দেখানো হয়, যা বাস্তবতার পুরোই বিপরীত। প্রতিপক্ষ বিষয়টি অপব্যাখ্যার মাধ্যমে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে এবং মেহেরপুর ১ আসনের জামায়াত প্রার্থীর সম্মান ক্ষুন্ন করতে পরিকল্পিতভাবে কাজ করছে।

ইএ