স্বাধীনতার চেতনা রক্ষায় বিএনপির বিকল্প নেই: কাজী আলাউদ্দীন

কথা বলছেন কাজী আলাউদ্দীন
কথা বলছেন কাজী আলাউদ্দীন | ছবি: এখন টিভি
0

দেশে স্বাধীনতার চেতনাকে টিকিয়ে রাখতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তারেক রহমানের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠ চত্বরে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

কাজী আলাউদ্দিন বলেন, ‘আমি ২০০১ সালে এমপি নির্বাচিত হয়ে কালিগঞ্জ ও দেবহাটার অভূতপূর্ব উন্নয়ন করেছি। জনগণ সেই উন্নয়নের সুফল এখনো পাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আবারও যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, তাহলে এ এলাকায় কোনো মানুষের সম্পদ লুণ্ঠন হবে না, দখলবাজি থাকবে না, চাঁদাবাজি হবে না, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা দুর্নীতির সুযোগও থাকবে না।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘৫ আগস্টের পর যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা পরিষদে দুটি অভিযোগ বাক্স স্থাপন করা হবে। কারো কোনো অভিযোগ থাকলে তা ওই বাক্সে জমা দিতে পারবেন। আমি নিজে সেসব অভিযোগ চুলচেরা বিশ্লেষণ করবো এবং দোষীদের অবৈধভাবে অর্জিত সম্পদ আদায় করে ছাড়বো, ইনশা আল্লাহ।’

এসএস