নারায়ণগঞ্জে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি প্রার্থী

এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিন
এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিন | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জে ভোটের প্রচার-প্রচারণায় অংশ নেয়ার বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিন। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) ফতুল্লায় জনসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন।

সন্ত্রাসীদের প্রচার-প্রচারণায় অংশ নেয়ায় ভোটারদের গভীর শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে নারায়ণগঞ্জ-৪ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘মানুষ পরিবর্তন চায়, কিন্তু সেই পরিবর্তন আদৌ হবে কিনা তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে গভীর আশঙ্কা তৈরি হয়েছে। কারণ প্রশাসন এখনও আস্থার পরিবেশ তৈরি করতে পারেনি। প্রচার-প্রচারণায় চিহ্নিত সন্ত্রাসীরা কীভাবে অংশ নেয়?’

আব্দুল্লাহ আল আমিন প্রশ্ন তুলে বলেন, ‘প্রশাসন সব জানার পরও কেন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসন আদৌ সুষ্ঠু নির্বাচন চায় কিনা, সেটি রিটার্নিং অফিসার, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্ট করতে হবে।’

আরও পড়ুন:

নৌকা প্রতীকের কয়েকজন চেয়ারম্যানের বিষয়ে অভিযোগ তুলে তিনি বলেন, ‘যারা বছরের পর বছর পালিয়ে ছিলেন বা কারাগারে ছিলেন, তারা কীভাবে হঠাৎ করে প্রকাশ্যে এসে ভোট চাইছেন, কারা তাদের সুরক্ষা দিচ্ছে—এই প্রশ্নের জবাব প্রশাসনকে দিতে হবে।’

তিনি বলেন, ‘নতুন প্রজন্ম ও ইসলামিক শক্তিসহ দেশপ্রেমিক শক্তির সমন্বয়ে গঠিত ১০ দলীয় জোটের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চায়। তবে একসময় সন্ত্রাস নির্ভর হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ-৪ আসনে এখনও সেই আস্থার পরিবেশ তৈরি হয়নি।’

জাতীয় নাগরিক পার্টির এই প্রার্থী অভিযোগ করে বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডের আসামি, একাধিক খুনের মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিরা প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছে। আইন অনুযায়ী যেসব জনপ্রতিনিধির প্রচারণা করার কথা নয়, তারাও প্রকাশ্যে ভোট চাইছেন। চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা নির্ভয়ে বিভিন্ন প্রার্থীর পক্ষে মাঠে সক্রিয় থাকায় নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অতীতে শামীম ওসমানের নেতৃত্বে এলাকায় এক ধরনের মাফিয়াতন্ত্র কায়েম হয়েছিল। উন্নয়নের বড় বড় কথা বলা হলেও বাস্তবে কোনো কাজ হয়নি। তার সময়ের ক্যাডার, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা এখন দল বদল করে নতুন মুখোশে মাঠে নেমেছে।’

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন আজ ফতুল্লা ইউনিয়নের পোস্ট অফিস, কবরস্থান, বৌ বাজার, রেইনবো ডাইং, পাইলট স্কুল, সাহারা সিটি, স্টেশন, উকিল বাড়ি, পাঁচতলা, নূর মসজিদ, হাজী বাড়ি, খাঁ বাড়ি এলাকায় শাপলা কলির জন্য ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন। এসময় এনসিপি, জামায়াতে ইসলামীসহ দশ দলীয় জোটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইএ