দীপেন দেওয়ান বলেন, ‘বিএনপি একটি জনবান্ধন দল। এ দল ক্ষমতায় আসলে জনগণ সুখ-শান্তিতে থাকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় না। মানুষ শান্তিপূর্ণভাবে সহবস্থান করতে পারে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারে আমলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিতে সমগ্র দেশ সয়লাব হয়েছিল। গত ৫ আগস্ট জুলাই বিপ্লবের পর আমরা গণতান্ত্রিক অধিকার পেয়েছি। ভোটের অধিকার পেয়েছি। কিন্তু সেই ভোটাধিকার ও নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র হচ্ছে। তাই সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।’
আরও পড়ুন:
এসময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে পার্বত্য অঞ্চলের বসবাসরত পাহাড়ি-বাঙ্গালি সব সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন। বলেন, ‘আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকের জন্য বিশেষ কার্ড, ঋণের ব্যবস্থা করে কৃষির উন্নয়নে কাজ করবে বিএনপি। এছাড়া যুবকদের প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা করে দক্ষ করে গড়ে তোলার ব্যবস্থা করবে। অত্র এলাকার সব সম্প্রদায়ের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করা হবে।’
জুরাছড়ি উপজেলা বিএনপির নির্বাচনি পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি সভায় জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি অনিল বরন চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদন বিকাশ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপিসহ উপজাতি বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মনীষ দেওয়ান, অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সহধর্মিণী ও নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী মৈত্রী চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, জেলা নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনিরসহ আরও অনেকে। এতে জেলা, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।





