সন্ত্রাসীদের মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে: হান্নান মাসউদ

আব্দুল হান্নান মাসউদ
আব্দুল হান্নান মাসউদ | ছবি: এখন টিভি
1

প্রত্যেকটা সন্ত্রাসকে মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৬ আসনের এনসিপি প্রার্থী ও দলটির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) সকালে হাতিয়া পৌরসভার বটতলী বাজারে জনসাধারণের জন্য বক্তব্যের সময় এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘প্রত্যেকটা সন্ত্রাসকে মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে, বদলা দিয়ে খেতে হবে, কিন্তু সন্ত্রাসী করার সুযোগ নেই।’

হান্নান মাসউদ এসময় বলেন, ‘তারা যে টাকায় লাঠিয়াল পালতো, সেটা আমরা বন্ধ করে দেব। আমরা সিএনজি স্টেশন, হুন্ডা স্টেশনের চাঁদাবাজি বন্ধ করে দিলে ঘাটে মানুষের পকেট কাটা বন্ধ করে দিলে তারা আর লাঠিয়াল পালতে পারবেন না। লাঠিয়ালদের চালের কার্ড, ডালের কার্ড বন্ধ করে দিলে সন্ত্রাসীরা ঠাণ্ডা হয়ে যাবে। সমাজ ব্যবস্থা ঠাণ্ডা হয়ে যাবে।’

আরও পড়ুন:

এসময় হান্নান মাসউদ দ্বীপ হাতিয়ার এ লড়াইয়ে সর্বসাধারণকে একত্র হয়ে কাজ করার আহ্বান জানান। এ লড়াইকে তিনি দ্বীপ হাতিয়ার মজলুম মানুষের আত্মসম্মানের লড়াই বলে আখ্যা দেন।

এসময় হান্নান মাসউদ হাতিয়া পৌরসভার খবির মিয়া বাজার, বটতলী বাজার, ব্রিক ফিল্ড বাজার, আলম মার্কেট, ওছখালী বাজারসহ পৌরসভার গুরুত্বপূর্ণ সকল বাজারে সাধারণ মানুষের সাথে দেখা করেন এবং শাপলা কলি মার্কায় ভোট চান। লোকজন হান্নান মাসুদকে পেয়ে তাদের দাবি তুলে ধরেন এবং হাতিয়ায় চব্বিশের বিপ্লবোত্তর সময় নানা উন্নয়নের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ইএ