বাংলাদেশের বদলে টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ড, নতুন গ্রুপ সাজালো আইসিসি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ফিক্সচার
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ফিক্সচার | ছবি : সংগৃহীত
0

আসন্ন আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ ২০২৬ (ICC Men's T20 World Cup 2026)-এর গ্রুপ বিন্যাস ও সময়সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। ভারত ও শ্রীলঙ্কায় (India & Sri Lanka 2026) যৌথভাবে আয়োজিত এই মেগা টুর্নামেন্টটি আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে। টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক হলো—নিরাপত্তা ইস্যুতে ভারতে সফর করতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ দলকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের স্থলাভিষিক্ত হয়েছে স্কটল্যান্ড (Scotland to replace Bangladesh)।

একনজরে টি-২০ বিশ্বকাপ ২০২৬

  • উদ্বোধনী ম্যাচ (Opening Match): ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (পাকিস্তান বনাম নেদারল্যান্ডস)।
  • ভেন্যু (Venues): ভারত (৫টি শহর) ও শ্রীলঙ্কা (কলম্বো ও ক্যান্ডি)।
  • বাংলাদেশের জায়গা (Bangladesh Replace): বিসিবি ভারতে খেলতে না চাওয়ায় তাদের স্থানে স্কটল্যান্ড (Scotland) খেলবে।
  • ইতালির অভিষেক (Italy Debut): প্রথমবার আইসিসি টি-২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে ইউরোপের এই দেশটি।

আরও পড়ুন:

গ্রুপ বিন্যাস ও অংশগ্রহণকারী দলসমূহ (Tournament Groups & Teams)

এবারের আসরে মোট ২০টি দল (20 Teams) চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। আইসিসি-র প্রকাশিত গ্রুপ তালিকাটি নিম্নরূপ:

  • গ্রুপ এ (Group A): ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
  • গ্রুপ বি (Group B): অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান।
  • গ্রুপ সি (Group C): ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, নেপাল ও ইতালি (Italy)। (এই গ্রুপেই বাংলাদেশের খেলার কথা ছিল)।
  • গ্রুপ ডি (Group D): দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।

ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ লড়াই (India vs Pakistan Match)

প্রতিবারের মতো এবারও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে (India vs Pakistan) একই গ্রুপে রাখা হয়েছে। তবে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টুর্নামেন্টের অন্যতম কাঙ্ক্ষিত এই হাই-ভোল্টেজ ম্যাচটি (High-voltage Match) অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

টুর্নামেন্টের ফরম্যাট ও ভেন্যুসমূহ (Tournament Format & Venues)

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার এইট (Super 8 Stage) রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ (World Cup Final) আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতের ৫টি ভেন্যু (মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা, আহমেদাবাদ) এবং শ্রীলঙ্কার ৩টি ভেন্যুতে (কলম্বো ও ক্যান্ডি) সব মিলিয়ে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড, বদলে গেল সব সমীকরণ (টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ বিন্যাস)

গ্রুপ এ (Group A) গ্রুপ বি (Group B) গ্রুপ সি (Group C) গ্রুপ ডি (Group D)
ভারত (India) অস্ট্রেলিয়া (Australia) ইংল্যান্ড (England) দক্ষিণ আফ্রিকা (South Africa)
পাকিস্তান (Pakistan) শ্রীলঙ্কা (Sri Lanka) ওয়েস্ট ইন্ডিজ (West Indies) নিউজিল্যান্ড (New Zealand)
যুক্তরাষ্ট্র (USA) আয়ারল্যান্ড (Ireland) স্কটল্যান্ড (Scotland)* আফগানিস্তান (Afghanistan)
নেদারল্যান্ডস (Netherlands) জিম্বাবুয়ে (Zimbabwe) নেপাল (Nepal) কানাডা (Canada)
নামিবিয়া (Namibia) ওমান (Oman) ইতালি (Italy) সংযুক্ত আরব আমিরাত (UAE)

*বিসিবির নিরাপত্তা আপত্তির কারণে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।


এসআর