অনেকে টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরওয়ার
জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরওয়ার | ছবি: এখন টিভি
0

অনেকে টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) সকালে খুলনায় নির্বাচনি প্রচার-প্রচারণার সময় এমন অভিযোগ করেন তিনি।

খুলনায় জমে উঠতে শুরু করে নির্বাচনি প্রচার-প্রচারণা। খুলনার ৬টি আসনে জামায়াত-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৮ জন প্রার্থী রয়েছেন। সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরতে দেখা যায় এসব প্রার্থীদের।

এ দিন খুলনা-৫ আসনের বাসুরাবাদ, পটিয়াবান্দা, ধোপাখোলাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনি প্রচার-প্রচারণা চালানোর সময় মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সারা বছর যারা এলাকায় আসেনি তারা এখন টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে। ভোট দেয়ার জন্য ভয় দেখানো হচ্ছে ভোটারদের।’

আরও পড়ুন:

এসময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দুর্নীতির মামলায় স্ত্রীসহ তিনি জেল খেটেছেন, হাওয়া ভবনের মালিকও ছিলেন তিনি। হিসাব ছাড়া অবৈধ টাকা ছড়াচ্ছেন তিনি।’ এছাড়া ভোটারদের অবৈধ টাকা ফেরত দেয়ার আহ্বানও জানান মিয়া গোলাম পরওয়ার।

এদিকে সকাল থেকেই ভোটের মাঠে নেমে পড়েছেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। সোমবার নগরীর জোড়াগেট থেকে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করেন তিনি, ভোটারদের কাছে যান, দেন নানারকম প্রতিশ্রুতি।

বিএনপির এ প্রার্থী বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ গড়ার যে অঙ্গীকার হাতে নিয়েছেন সেভাবেই আমরা কাজ করে চলেছি।’

খুলনার শিল্পকে আবারও ফিরিয়ে আনা হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে বলেও ভোটারদের আশ্বাস দেন তিনি।

এসএইচ