আজ (সোমবার, ২৬ জানুয়ারি) সকালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এর আগে গত ১৩ জানুয়ারি নিজস্ব অর্থায়নে টাউন খাল পুনরুদ্ধারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ টাউন খালটি শহরের টানবাজার থেকে গোকর্ণ ঘাট পর্যন্ত বিস্তৃত। খালটি দুইদিকের তিতাস নদীতে মিশেছে। তবে দখল আর দূষণের কারণে খালটি এখন মৃতপ্রায়।
পরিকল্পনা অনুযায়ী, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে খালটি পুনঃখনন, দুইপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পথচারীদের হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এর মাধ্যমে আবারও প্রাণ ফিরে পাবে টাউন খাল।
পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, শহরে জলাবদ্ধতা হলে পানি সরার অন্যতম মাধ্যম হচ্ছে টাউন খাল। এই খালকে মেরে ফেললে হবে না। খালটি নিয়ে আমাদের আরও পরিকল্পনা আছে। সৌন্দর্য বর্ধনসহ খালের পাশে সবুজায়ন করা হবে।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক শরীফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





