আগামীর নির্বাচন হবে বাঁক বদলের নির্বাচন: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ | ছবি: সংগৃহীত
0

আগামীর নির্বাচন হবে বাংলাদেশের বাঁক বদলের নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘জনগণকে বাংলাদেশের মালিকানা ফেরত দিতে হবে। এ দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদী কেনো স্বৈরাচার ফিরে আসতে না পারে, তৈরি হতে না পারে তার জন্য সংবিধান সংশোধন করতে হবে।’

আজ (সোমবার, ২৬ জাানুয়ারি) দুপুরে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের চকরিয়ার দুর্গম বমুবিলছড়িতে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন:

ধর্মের উছিলায় একটি দল ভোট চায় উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘কেউ কেউ জান্নাতের বাহনা দিচ্ছে। এতে যেন কেউ বিভ্রান্ত না হয়।’

এ সময় তিনি দেশের উন্নয়ন, নিরাপত্তার ও গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। এ জনসভায় বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন।

এফএস