গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গণনা পাশাপাশি হবে: ইসি সচিব

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ | ছবি: সংগৃহীত
0

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা পাশাপাশি হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সংশ্লিষ্ট ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি জানাতে হবে।’

আজ (সোমবার, ২৬ জানুয়ারি) দুপুরে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা জানান ইসি সচিব।

আখতার আহমেদ জানান, দেশের ভেতরে পোস্টাল ব্যালট বিতরণ আজ থেকেই শুরু হয়েছে। এবার প্রায় ৭ লাখ ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা একই সময়ে চলবে এবং ফলাফলও একসঙ্গে ঘোষণা করা হবে।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে প্রায় ১৬ হাজার বিএনসিসি সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ২৫ থেকে ৩০ হাজার বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের প্রস্তুতি নেয়া হয়েছে।’ বিদেশি কূটনীতিকদের নিরাপত্তাব্যবস্থা ও ভোট গণনার সময় নিয়ে আগ্রহ ছিল বলেও জানান তিনি।

আরও পড়ুন:

ইসি সচিব বলেন, ‘ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে। তবে প্রবাসীদের ভোট গণনায় কিছুটা বেশি সময় লাগতে পারে, যা নির্ভর করবে কত ভোট সময়মতো এসে পৌঁছায়, তার ওপর।’

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে বলেই রাজনৈতিক দল ও প্রার্থীরা প্রচার চালাতে পারছেন উল্লেখ করে আখতার আহমেদ বলেন, ‘বিদেশে আচরণবিধি লঙ্ঘনের দায় সংশ্লিষ্ট ব্যক্তির ওপর বর্তাবে, সেখানে নির্বাচন কমিশনের সরাসরি কিছু করার সুযোগ নেই।’

তিনি আরও জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সরাসরি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে জানালে দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব হবে। ইসিতে অভিযোগ করলে প্রক্রিয়াগত কারণে সময় বেশি লাগতে পারে।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে মাঠে থাকবেন প্রায় ৫৫ হাজার দেশি পর্যবেক্ষক।

এনএইচ