প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের উত্তর পাশে একটি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ট-২২-৩০৮৭) দাড়িয়ে ছিলো। এসময় এনএস বিল্ডার্সের একটি ইটবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৫৬৯৯) নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে এসে কাভার্ডভ্যানটির পেছন দিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি মহাড়কের পাশের খাদে গিয়ে আটকে যায়।
ইটবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকচালকের সহযোগী জিয়াউল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হয় ট্রাকচালক। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় আশপাশের লোকজন।
ঘটনাস্থলে থাকা হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের সার্জেন্ট খুরশীদ জানান, প্রাথমিকভাবে জানতে পারি একটি কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো।
এসময় ইটবাহী একটি ট্রাক পিছন থেকে কার্গোটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার জিয়াউল হক ঘটনাস্থলেই নিহত হয়। তার মৃতদেহ উদ্ধার করে আমাদের ক্যাম্পের সামনে রাখা হয়েছে। এখানো তার ঠিকানা জানা যায়নি। আমরা আসার আগেই স্থানীয়রা চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছনে। তার নাম পরিচয় জানার চেষ্টা করছি।





