২৪ বছর পর কুমিল্লায় ৩টি সমাবেশে যোগ দিবেন তারেক রহমান

তারেক রহমানের আগমন উপলক্ষ্যে সাজানো হচ্ছে মঞ্চ
তারেক রহমানের আগমন উপলক্ষ্যে সাজানো হচ্ছে মঞ্চ | ছবি: এখন টিভি
0

দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল (রোববার, ২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় চৌদ্দগ্রাম, সন্ধ্যা ৭টায় সদর দক্ষিণের সুয়াগাজীর ডিগবাজি মাঠে এবং সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি নির্বাচনি জনসভায় তিনি বক্তব্য দেবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে এ সফর ঘিরে কুমিল্লা জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশস্থলগুলোতে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে, নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর এলাকা।

দলীয় সূত্র জানায়, সকালে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে জনসভা শেষে বিকেলে কুমিল্লায় তিনটি সভায় অংশ নেবেন তারেক রহমান। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।

আরও পড়ুন:

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।’

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন জানান, এ সফর দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজনীতিতে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন বলেন, ‘সুয়াগাজীর মাঠটি প্রায় ৫০ একর। নেতাকর্মীদের যে উচ্ছ্বাস। জনতার জোয়ার নামবে কুমিল্লার সমাবেশকে ঘিরে।’

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী জানান, সমাবেশ ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা, সাদা পোশাকে দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এএইচ