গুঞ্জন চলছিল কিছুদিন ধরে। শেষ পর্যন্ত সত্যি হলো সেটাই। ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসর থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। বিকল্প দল হিসেবে এরই মধ্যে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম ক্রিকবাজ।
মূলত নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে যেতে চায়নি বিসিবি। বিকল্প ভেন্যুতে খেলতে চেয়ে গেল ২ সপ্তাহে বেশ কয়েকবার আইসিসি ও বিসিসিআইয়ের সাথে বৈঠকও করেছে বোর্ড। তবে তাতে কাজ হয়নি। আইসিসির সভায় বাংলাদেশের দাবি ভোটাভুটির লড়াইয়ে হারার পরই বোঝা যাচ্ছিল ক্রমেই ঝাপসা হয়ে আসছে টাইগারদের বিশ্বকাপ স্বপ্ন।
আরও পড়ুন:
চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আইসিসি সময় বেঁধে দিলেও নিজেদের দাবিতে অনড় থাকে বিসিবি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা শনিবার সকালেই এক চিঠিতে জানিয়ে দেন- বাংলাদেশের দাবিগুলো আইসিসির নীতির সাথে যায় না। ফলে অন্য কোনো দেশকে আমন্ত্রণ জানানোর বিকল্প নেই। সেক্ষেত্রে তারা বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার আমন্ত্রণ জানাবে।
প্রশ্ন আসতে পারে, স্কটল্যান্ডকেই কেন সুযোগ দেওয়া হচ্ছে? মূলত শেষ কিছু আইসিসি ইভেন্টে ধারাবাহিকভাবে ভালো করেছে স্কটল্যান্ড। সবশেষ আসরে ইংল্যান্ডের সমান পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থাকায় পরের রাউন্ডে উঠতে পারেনি দলটি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২১ সালে বাংলাদেশকে হারিয়েছিল স্কটিশরা।
দল বদলে গেলেও আসন্ন টুর্নামেন্টের সূচি অপরিবর্তিত রেখেছে আইসিসি। বাংলাদেশের জায়গায় একই সময় ও ভেন্যুতে খেলতে নামবে স্কটল্যান্ড।





