বিপিএলে নাম জমা দেয়ার পর থেকেই রাজশাহীকে ফেভারিট ভাবা হচ্ছিলো। ফাইনালের পর নতুন ট্রফিতে হাতটাও রেখেছে তারাই। লম্বা প্রস্তুতির ফল পেয়ে স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত রাজশাহীর হেড কোচ হান্নান সরকার।
তিনি বলেন, ‘টেবিলে আপনারা দেখেছেন। তারও একমাস আগে হোমওয়ার্ক শুরু হয়েছিলো। লম্বা একটি প্রসেসের ফল এটি। দুই, তিন মাসের একটি প্রোগ্রাম, আজকের দিনের জন্য অপেক্ষায় ছিলাম। আমার মনে হয় কাজ করলে ওপরে একজন আছেন সে সুফল ঠিকই দেয়।’
চ্যাম্পিয়ন হয়ে রাজশাহী ক্রিকেটারদের চোখেমুখে ছিল তৃপ্তি। টিম কম্বিনেশনের প্রশংসাই ঝরলো সবচেয়ে বেশি। ক্রিকেটাররা জানান, তারা ভালো খেলতে পেরেছেন এতে তারা অত্যন্ত খুশি। তারা কষ্ট করেছেন চ্যাম্পিয়ন হওয়াতে তাদের পরিশ্রম সার্থক হয়েছে বলে জানান তারা।
আরও পড়ুন:
তবে বিপিএল সফলভাবে শেষ করে সবচেয়ে বেশি তৃপ্তি ছিল গভর্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার মিঠুর।
তিনি বলেন, ‘এ বছর অনেক চ্যালেঞ্জ ছিলো আর সময় অনেক কম ছিলো। আপনারা জানেন ম্যাচ দুইবার করে বন্ধ করতে হয়েছে তারপরেও এত ভালোভাবে শেষ হয়েছে, আজকে দর্শক ছিলো ফুল হাউজ। সুতরাং এবছর আমরা যা যা ভুল করেছি সামনের বছর আমরা সেগুলো থেকে শিখে আরও ভালো করার চেষ্টা করবো।’
২৮ দিনের ক্রিকেটীয় লড়াইয়ের পর শেষ হলো বিপিএল। তাতে চট্টগ্রামকে বিষাদের নীলে পুড়িয়ে কমলা উৎসবে মাতলো রাজশাহী।





