মাত্র ৫৫ সেকেন্ডের ব্যবধানে ঘটে যাওয়া একের পর এক ভুলে ইউরোপা লিগে নটিংহ্যাম ফরেস্টের স্বপ্নে বড় ধাক্কা লাগে। ম্যাচে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনে ফরেস্ট।
আরও পড়ুন:
৫৩ মিনিটে পেনাল্টি মিস করেন মর্গান গিবস-হোয়াইট। ঠিক ৫৫ সেকেন্ড পরই রায়ান ইয়েটসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে দলটি। এরপর পরিস্থিতি আর সামলাতে পারেনি ফরেস্ট। শেষ দিকে এলিয়ট অ্যান্ডারসনের লাল কার্ডে আরও কঠিন হয়ে যায় ম্যাচ।
পুরো ম্যাচে একটি শট অন টার্গেট না রেখেই জয় পায় প্রাহা। এ হারে ফরেস্টকে এখন শেষ ম্যাচ জিতলেও ইউরোপা লিগের প্লে-অফ খেলতে হতে পারে।





