টাঙ্গাইলে কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা

উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এ অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ফলে আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) বিকেলে কাদের সিদ্দিকীর সখীপুরের বাসভবনে সমন্বয় সভা এবং বাসভবনের সামনের মসজিদ মাঠে যুবদলের কর্মী সমাবেশ হয়নি।

এলাকাবাসী ও উভয় পক্ষের নেতা-কর্মী সূত্রে জানা গেছে, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী গতকাল (বুধবার, ২১ জানুয়ারি) বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে তার বাসভবনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে নিয়ে সমন্বয় সভা ডাকেন।

এদিকে কাদের সিদ্দিকীর বাসভবনের সামনের একটি মসজিদ মাঠে দোয়া ও মাহফিলের আয়োজন করে স্থানীয় ওয়ার্ড যুবদল। পরিস্থিতি দেখে কাদের সিদ্দিকী তার সমন্বয় সভা স্থগিত ঘোষণা করে এক দিন পিছিয়ে বৃহস্পতিবার করার সিদ্ধান্ত দিয়েছিলেন। অন্যদিকে ওয়ার্ড যুবদলের দোয়া ও মাহফিলে উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল আজ একইস্থানে কর্মী সমাবেশ কর্মসূচির ঘোষণা করেন।

পাশাপাশি দুটি কর্মসূচিকে ঘিরে সারা দিন পৌর শহরে উত্তেজনা বিরাজ করছিল। পরে উপজেলা প্রশাসন উভয়পক্ষের কর্মসূচি বন্ধ ঘোষণা করে। বিকেলে কাদের সিদ্দিকীর বাসভবনের আশপাশে ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নেন।

আরও পড়ুন:

এদিকে কাদের সিদ্দিকী তার বাসভবনের ভেতরে কর্মীদের উদ্দেশে বলেন, ‘তোমরা হতাশ হইয়ো না। কৃষক শ্রমিক জনতা লীগ সখীপুরের দল। এটা মনে রেখেই সমর্থিত প্রার্থীর (স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর) পক্ষে কাজ শুরু করো। ইনশা আল্লাহ বিজয় সুনিশ্চিত। এরপর কোনো এক দিন আমরা এখানে সভা করব। এছাড়া প্রতি ইউনিয়নে দুই-একবার যাবো।’

এদিকে বিকেলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপজেলা ডাকবাংলো মাঠে জড়ো হন। পরে তারা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পিচের মাথা হয়ে ধানের শীষের বিশাল মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও আবদুল্লাহ আল রনী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি না থাকায় দুই পক্ষকে সভা-সমাবেশ করতে নিষেধ করা হয়েছে। ফলে নির্দিষ্ট জায়গায় কোনো পক্ষকে কর্মসূচি পালন করতে দেয়া হয়নি।’

এসএস