শফিকুল আলম বলেন, ‘নির্বাচনে ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও এক হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য ২৫ হাজার ৫০০ পুলিশের বডি ক্যামেরা থাকবে। ৫০০ ড্রোন ও ৫০টি ডগ স্কোয়াড থাকবে।’
এবার নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে রেকর্ড পরিমাণ ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রেস সচিব।
তিনি বলেন, ‘এর মধ্যে এক লাখ সেনাসদস্য; ১৫ হাজার নৌবাহিনী, তিন হাজার ৭৩০ কোস্ট গার্ড, দেড় লাখ পুলিশ ও আট হাজারের মতো র্যাব সদস্য থাকবে। এবার নির্বাচনে ফায়ার সার্ভিসও যুক্ত থাকবে। নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যরা জেলা প্রশাসকের অধীনে কাজ করবে।’
আরও পড়ুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রের আশপাশে ড্রোন উড়ানো নিয়ে বিধিনিষেধ থাকবে বলে জানিয়েছেন শফিকুল আলম।
তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সব রকমের সাহায্য করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের দিন শতভাগ বিদ্যুৎ নিশ্চিতের নির্দেশ দেয়া হয়েছে। ওই দিন নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের নির্দেশ দেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দ্বৈত নাগরিকত্ব বিষয়ে সরকারের কিছু করার নেই, এটি নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে সেটিই হবে।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট নারী ভোটার ৬ কোটি ২৪ লাখ ৮৬ হাজার ৪৩২ জন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম।





