তিন নেতার মাজার ও হাদির কবর জিয়ারত করে নির্বাচনি প্রচার শুরু করবে এনসিপি

এনসিপির লোগো
এনসিপির লোগো | ছবি: সংগৃহীত
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রচারণা কাল আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আগামীকাল (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) তিন নেতার মাজার (শেরে বাংলা এ. কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও সৈয়দ নজরুল ইসলাম) ও ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে শুরু হবে এনসিপির নির্বাচনি প্রচারণা। সকাল ১০টা নাগাদ এ প্রচার কার্যক্রম শুরু করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ (বুধবার, ২১ জানুয়ারি) দলটির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাজার ও কবর জিয়ারত শেষে প্রচারণা কর্মসূচি তিন নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে।

আরও পড়ুন:

কর্মসূচিতে উপস্থিত থাকবেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং মুখপাত্র আসিফ মাহমুদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এফএস