প্রাথমিক শিক্ষক নিয়োগ ফল ২০২৬ (Primary Result 2026 at a Glance)
- পরীক্ষার নাম: সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫-২৬ (Primary Assistant Teacher Recruitment Exam).
- পরীক্ষার তারিখ: ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)।
- ফল প্রকাশের সম্ভাব্য তারিখ: আজ ২১ জানুয়ারি ২০২৬, বুধবার (Primary Result Today).
- মোট শূন্যপদ: ১৪,৩৮৫টি (Total Vacancy).
- মোট পরীক্ষার্থী: ১০ লাখ ৮০ হাজারের বেশি (Total Candidates).
- প্রতি আসনের বিপরীতে লড়াই: প্রায় ৭৫ জন (Competition per Seat).
- ফল দেখার ওয়েবসাইট: dpe.gov.bd অথবা mopme.gov.bd.
- ফল পাওয়ার মাধ্যম: অনলাইন (PDF Download) এবং টেলিটক এসএমএস (Result via SMS).
- পরবর্তী ধাপ: লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জেলাভিত্তিক মৌখিক পরীক্ষা বা ভাইভা (Primary Viva Voce).
- মৌখিক পরীক্ষার নম্বর: ২০ নম্বর (Viva Marks).
- গ্রেফতার ও জালিয়াতি: ডিজিটাল জালিয়াতির অভিযোগে ২০৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার ও গ্রেফতার করা হয়েছে (Device Party Arrested).
- প্রশ্নফাঁস বিতর্ক: অধিদপ্তর ও মন্ত্রণালয় থেকে প্রশ্নফাঁসের দাবি নাকচ করা হয়েছে (No Question Leak Evidence).
- ভাইভায় ডাকার অনুপাত: ১ পদের বিপরীতে ৩ থেকে ৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হতে পারে (Expected Viva Ratio).
- কাট অফ মার্কস (সম্ভাব্য): ৬০-৬৫ নম্বর (Expected Cut-off Marks - মেধা ও জেলা অনুযায়ী ভিন্ন হতে পারে)।
- ফল প্রস্তুতকারী প্রতিষ্ঠান: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় - বুয়েট (BUET)।
আরও পড়ুন:
প্রাথমিক শিক্ষক নিয়োগ ফল হাইলাইটস (Primary Assistant Teacher Exam Highlights)
ফলাফল প্রকাশের সম্ভাব্য সময়: মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ফলাফল প্রকাশের কাজ গুছিয়ে আনা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) যেকোনো সময় অধিদপ্তরের ওয়েবসাইটে (DPE Official Website Result) রোল নম্বর অনুযায়ী ফল আপলোড করা হতে পারে।
পরীক্ষার্থীর সংখ্যা: গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় অনুষ্ঠিত এই পরীক্ষায় ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজারেরও বেশি পরীক্ষার্থী (10 Lakh Candidates) অংশগ্রহণ করেন।
প্রশ্নফাঁস বিতর্ক (Question Leak Allegations): পরীক্ষা শুরুর আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (Directorate of Primary Education - DPE) তা নাকচ করে দিয়েছে। অধিদপ্তর জানিয়েছে, প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ডিভাইস পার্টি ও গ্রেফতার: পরীক্ষা চলাকালীন ডিজিটাল জালিয়াতি (Electronic Device Manipulation) ও ডিভাইসের মাধ্যমে অসাধু উপায় অবলম্বনের দায়ে ২০৭ জন প্রার্থীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:
কিভাবে রেজাল্ট দেখবেন (How to Check Primary Result 2026 Online):
ফলাফল প্রকাশিত হওয়ার পর প্রার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট dpe.gov.bd অথবা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd-এ লগইন করে তাদের ফলাফল (Check Result by Roll Number) দেখতে পারবেন। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে টেলিটকের মাধ্যমে এসএমএস (Primary Result SMS Notification) পাঠিয়েও জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন:
একনজরে প্রাথমিক শিক্ষক নিয়োগ আপডেট ২০২৬
বিষয় (Topic) বিস্তারিত তথ্য (Details) মোট শূন্য পদ "১৪,৩৮৫টি" মোট পরীক্ষার্থী ১০ লাখ ৮০ হাজার প্লাস ফল প্রকাশের সম্ভাব্য সময় চলতি সপ্তাহের মধ্যে জালিয়াতির অভিযোগে আটক ২০৭ জন (ডিভাইস পার্টি) নিয়োগকারী প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)
আরও পড়ুন:




