রাঙামাটি আসনে ৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী
রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী | ছবি: এখন টিভি
0

রাঙামাটি (২৯৯ নম্বর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এরমধ্যে একজন স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ৭ প্রার্থী নির্ধারিত প্রতীক বরাদ্দ পান।

আজ (বুধবার, ২১ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী এসব প্রতীক বরাদ্দ ঘোষণা দেন। এসময় ৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত থাকলেও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. আবুল বাশার উপস্থিত ছিলেন না।

এছাড়া পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল) কে দিয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান। অন্য প্রার্থীরা হলেন—জাতীয় পার্টির অশোক তালুকদার (লাঙল), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা (কোদাল), বিএনপির অ্যাডভোকেট দীপেন দেওয়ান (ধানের শীষ), বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আবু বকর সিদ্দিক (রিকশা), প্রার্থী ও তার প্রতিনিধির অনুপস্থিতিতে গণঅধিকার পরিষদের মো. আবুল বাশার (ট্রাক মার্কা) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. জসিম উদ্দীন (হাতপাখা)।

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি আচরণ বিধিমালা নিয়ে প্রার্থীদের ব্রিফিং দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন।শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী।রাঙামাটি আসনে ২১৩ কেন্দ্রের ৯৯৮টি বুথে ভোট গ্রহণ করা হবে।

এএম