গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়া জরুরি: এহসানুল মাহবুব

এহসানুল মাহবুব জুবায়ের
এহসানুল মাহবুব জুবায়ের | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়া জরুরি। এটি হলে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হবে। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আয়োজনে ‘নির্বাচনি ইশতেহার ও গণভোট: প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার প্রসঙ্গ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

এহসানুল মাহবুব বলেন, ‘জামায়াতের ইশতেহার এরইমধ্যে তৈরি করা হয়েছে, যা ৩৪ হাজার পরামর্শ থেকে করা হয়েছে।’

অনুষ্ঠানে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। সবার সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে।’

আরও পড়ুন:

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘সমান অধিকার নয়, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। যা বাস্তবায়ন হলে মানবিক বাংলাদেশ গড় সম্ভব হবে।’

ঋণখেলাপীদের প্রতিনিধি বা নেতা হিসেবে গ্রহণ করা হবে না বলেও জানান সাদিক কায়েম। এসময় বক্তব্য রাখেন এনসিপি নেত্রী সামান্তা শারমিনও।

এসএস