সেগুনবাগিচার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকালে খেলাফত মজলিসের ঢাকা-১০ আসনের আহমেদ আলী কাসেমী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আহসান উল্লাহ জোটের অন্য প্রার্থীকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন। এর আগে, সোমবার (১৯ জানুয়ারি) গণসংহতি আন্দোলনের বিলকিস নাসরিনও তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
আরও পড়ুন:
রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকার ১৩টি নির্বাচনি আসনে এখন পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরন করছেন এবং পরিবেশ সন্তোষজনক। গণভোট নিয়ে বিলবোর্ড টানানোর প্রেক্ষিতে নাসীরুদ্দীন পাটওয়ারী নোটিশের জবাব দিয়েছেন। তাতে রিটার্নিং অফিস সন্তষ্ট বলেও জানান তিনি।
এদিকে, ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনে যাচাই-বাছাই শেষে মোট ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পাওয়া প্রার্থীরা এখনও কেউ মনোনয়ন প্রত্যাহার করেনি।





