ফরিদপুরে বিএনপির দুই নারী প্রার্থীকে মনোনয়ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনে জাতীয়তাবাদী দল বিএনপি তাদের দলীয় মনোনয়ন ঘোষণা করেছেন। এর মধ্যে দুটি আসনে দুজন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে দলটি। ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ ইসলাম এবং ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ বিএনপির মনোনয়ন পেয়েছেন। এছাড়া ফরিদপুর-৪ আসনে মনোনয়ন পেয়েছেন শহিদুল ইসলাম বাবুল। তবে ফরিদপুর-১ সংসদীয় আসনে প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানায় দলটি।