জামায়াত আমির বলেন, ‘গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা জামায়াতের।’
এসময় দুর্নীতিমুক্ত স্বচ্ছ বাংলাদেশ গড়ার স্বচ্ছতার গ্যারান্টিও দিতে চান বলে মন্তব্য করেন তিনি। দীর্ঘ দুই দশক ধরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত উল্লেখ করে ডা. শফিকুর রহমান একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘সব জাতি-ধর্মের মানুষকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা গর্ব করে বলতে পারি জামায়াতের ৪৩ শতাংশ সদস্যই নারী, যা আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এক অনন্য উদাহরণ।’
তিনি আরও বলেন, ‘তরুণরা দেশের সম্ভাবনার জন্য কাজ করছে, আমার দলও তাদের জন্য কাজ কারবে।’ এছাড়া ব্যবসা-বাণিজ্যে বিদেশিদের সঙ্গে কাজ করার অঙ্গিকারও ব্যক্ত করেন জামায়াত আমির।
এসময় জামায়াত আমির আরও বলেন, ‘আবু সাঈদ, মুগ্ধ, শান্ত, ওয়াসিম এবং ওসমান হাদিদের আত্মত্যাগ বৃথা যাবে না।’ এছাড়া নতুন বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য জামায়াত কাজ করছে বলেও জানান জামায়াত আমির।





