কুমিল্লায় বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক

আটক হওয়া দুইজন
আটক হওয়া দুইজন | ছবি: এখন টিভি
0

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ দুই যুবকে আটক করেছে পুলিশ। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩), একই জেলার বন্দর থানার লক্ষণখোলা এলাকার মো. গোলজার হোসেনের ছেলে মো. চিশতী (৪২)।

আরও পড়ুন:

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৯টার দিকে মাধাইয়া বাস স্টেশন এলাকায় কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এশিয়া এয়ারকন পরিবহনের একটি বাসে তল্লাশি চলানো হয়। এক পর্যায়ে শাকিল ও চিশতীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

ওসি রুহুল আমিন বলেন, ‘ধারণা করা হচ্ছে সীমান্ত দিয়ে অস্ত্র এনে ঢাকায় নিয়ে যাচ্ছিলো তারা। তবে প্রকৃত তথ্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় দুই জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

অস্ত্র উদ্ধারের খবরে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শাহিনুর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসএস