ইনসাফ কায়েমের জন্য ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: আলী রীয়াজ

অধ্যাপক আলী রিয়াজ
অধ্যাপক আলী রিয়াজ | ছবি: সংগৃহীত
0

স্বাধীন বিচার বিভাগ ও ইনসাফ কায়েমের জন্য গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবশ্যই গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন, এতে কোনো বাধা নেই। সাদা ব্যালট তৈরি করবে সরকার আর গোলাপি ব্যালট গঠন করবে রাষ্ট্র। গণভোটে হ্যাঁ বিজয়ী হলে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জবাবদিহিমূলক রাষ্ট্র, স্বাধীন বিচার বিভাগ ও ইনসাফ কায়েমের জন্য হ্যাঁ ভোট দিতে হবে।’

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘এক ব্যক্তির ইচ্ছায় যেন দেশ পরিচালিত না হয় সে দায়িত্ব শহিদেরা দিয়ে গেছে। দেশে যেন অতীতের শাসনের পুনরাবৃত্তি না হয়। গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমেই তা নিশ্চিত হবে।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ‘গণভোটের মুল বিষয় হলো, আমরা জুলাই আন্দোলনে পক্ষে না বিপক্ষে। গণভোটে নির্ধারিত হবে আমরা নিজেদের ভাগ্য নিজেরা গড়বো না কি অন্যের হাতে ছেড়ে দিবো।’

আরও পড়ুন:

এসময় উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ‘ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলে ন্যায় ভিত্তিক ও মানবিক দেশ প্রতিষ্ঠা সম্ভব। গণভোট নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এদের ফাঁদে পড়া যাবে না। আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য হ্যাঁ ভোট দিতে হবে। সংবিধানকে ব্যবহার করা হয়েছে জনগণের উপর জুলুম করতে। আমরা সংবিধান সংশোধন করতে চাই। এটি হ্যাঁ ভোটের মাধ্যমেই সম্ভব। এছাড়াও কিছু তথাকথিত ব্যবসায়ী ব্যবসার নামে লুটপাট করছে বলেও উল্লেখ করেন তিনি।’

উল্লেখ্য, দেশের চাবি আপনার হাতে, পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট" এই প্রতিপাদ্যে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে আজ ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এতে ময়মনসিংহ বিভাগের চার জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ইএ