একনজরে ১০ দলীয় জোট ও অন্যান্য নির্বাচনি আপডেট
বিষয় বিস্তারিত তথ্য নির্বাচনি জোট জামায়াত–এনসিপিসহ মোট ১০টি রাজনৈতিক দল। সমঝোতার আসন ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনি সমঝোতা হয়েছে। ইসলামী আন্দোলন জোটে না থেকে এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে (বাকি ৩২ আসনে সমর্থন)। বাকি আসন এনসিপির আরও ৩টি আসনে শিগগিরই প্রার্থী চূড়ান্ত করা হবে।
আরও পড়ুন:
জাতীয় নাগরিক পার্টি হেভিওয়েট প্রার্থী ও আসন বন্টন (Key Candidates and Seats)
আজ (রোববার, ১৮ জানুয়ারি) এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রার্থীদের ছবিসহ আনুষ্ঠানিক পোস্টার প্রকাশ করা হয়। সেখানে প্রার্থীদের পক্ষে দলটির নতুন নির্বাচনি প্রতীক ‘শাপলা কলি’ (Shapla Koli Symbol)-তে ভোট চাওয়া হয়েছে। এনসিপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন:
- ঢাকা–১১: নাহিদ ইসলাম (আহ্বায়ক, এনসিপি)
- পঞ্চগড়–১: সারজিস আলম (মুখ্য সংগঠক, উত্তরাঞ্চল)
- কুমিল্লা–৪: হাসনাত আবদুল্লাহ (মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চল)
- রংপুর–৪: আখতার হোসেন (সদস্য-সচিব, এনসিপি)
- ঢাকা–৮: নাসীরুদ্দীন পাটওয়ারী (মুখ্য সমন্বয়ক)
- নোয়াখালী–৬: আবদুল হান্নান মাসউদ (জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক)
আরও পড়ুন:
নির্বাচনি ঐক্য ও সমঝোতা (Electoral Alliance and Seat Sharing)
গত বৃহস্পতিবার রাতে কাকরাইলে এক সংবাদ সম্মেলনে জামায়াত ও এনসিপিসহ ১০টি দল ২৫৩টি আসনে নির্বাচনি সমঝোতার (Electoral Compromise) ঘোষণা দেয়। যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশ (IAB) শেষ মুহূর্তে এই জোট থেকে বেরিয়ে এসে ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে। এনসিপি সূত্রমতে, ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় তারা তাদের আসন সংখ্যা বাড়াতে জামায়াতের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন জানিয়েছেন, দলের ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও সমঝোতার ভিত্তিতে আপাতত ২৭ জনকে চূড়ান্ত করা হয়েছে।
আরও পড়ুন:
একনজরে এনসিপি (NCP) মনোনীত প্রার্থী ও নির্বাচনি আসন
প্রার্থীর নাম নির্বাচনি আসন দলে পদবি/পরিচয় প্রতীক নাহিদ ইসলাম ঢাকা–১১ আহ্বায়ক, এনসিপি শাপলা কলি আখতার হোসেন রংপুর–৪ সদস্য-সচিব, এনসিপি শাপলা কলি হাসনাত আবদুল্লাহ কুমিল্লা–৪ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি সারজিস আলম পঞ্চগড়–১ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শাপলা কলি নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা–৮ মুখ্য সমন্বয়ক শাপলা কলি আবদুল হান্নান মাসউদ নোয়াখালী–৬ জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক শাপলা কলি আরিফুল ইসলাম আদীব ঢাকা–১৮ এনসিপি প্রার্থী শাপলা কলি মাহবুব আলম লক্ষ্মীপুর–১ এনসিপি প্রার্থী শাপলা কলি এস এম সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জ–৬ এনসিপি প্রার্থী শাপলা কলি সারোয়ার তুষার নরসিংদী–২ এনসিপি প্রার্থী শাপলা কলি আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ–৪ এনসিপি প্রার্থী শাপলা কলি এস এম সুজা উদ্দিন পার্বত্য বান্দরবান এনসিপি প্রার্থী শাপলা কলি মাওলানা আশরাফ মাহদী ব্রাহ্মণবাড়িয়া–২ এনসিপি প্রার্থী শাপলা কলি জোবাইরুল হাসান আরিফ চট্টগ্রাম–৮ এনসিপি প্রার্থী শাপলা কলি মোহাম্মদ আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া–৩ এনসিপি প্রার্থী শাপলা কলি মো. আবদুল আহাদ দিনাজপুর–৫ এনসিপি প্রার্থী শাপলা কলি সুলতান মুহাম্মদ জাকারিয়া নোয়াখালী–২ এনসিপি প্রার্থী শাপলা কলি দিলশানা পারুল ঢাকা–১৯ এনসিপি প্রার্থী শাপলা কলি নাবিলা তাসনিদ ঢাকা–২০ এনসিপি প্রার্থী শাপলা কলি আতিক মুজাহিদ কুড়িগ্রাম–২ এনসিপি প্রার্থী শাপলা কলি জাহিদুল ইসলাম ময়মনসিংহ–১১ এনসিপি প্রার্থী শাপলা কলি সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল–৩ এনসিপি প্রার্থী শাপলা কলি জাবেদ রাসিন ঢাকা–৯ এনসিপি প্রার্থী শাপলা কলি আলী নাছের খান গাজীপুর–২ এনসিপি প্রার্থী শাপলা কলি মাজেদুল ইসলাম মুন্সিগঞ্জ–২ এনসিপি প্রার্থী শাপলা কলি শামীম হামিদী পিরোজপুর–৩ এনসিপি প্রার্থী শাপলা কলি এস এম জার্জিস কাদির নাটোর–৩ এনসিপি প্রার্থী শাপলা কলি
আরও পড়ুন:





