বুন্দেসলিগা: লাইপজিগের বিপক্ষে বায়ার্নের দাপুটে জয়

লাইপজিগক-বায়ার্ন মিউনিখ ম্যাচের মুহূর্ত
লাইপজিগক-বায়ার্ন মিউনিখ ম্যাচের মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

বুন্দেসলিগায় দাপুটে পারফরম্যান্সে লাইপজিগকে হারিয়েছে ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন মিউনিখ। গতকাল (শনিবার, ১৭ জানুয়ারি) রাতে প্রতিপক্ষের মাঠে ৫-১ গোলে জিতেছে বাভারিয়ানরা।

ম্যাচে ৫৮ শতাংশের বেশি সময় বল দখলে রেখে ১৯টি শট নেয় বায়ার্ন, যার ১২টিই ছিল লক্ষ্যে। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও বিরতির পর ভয়ংকর রূপ দেখায় সফরকারীরা। জিনাব্রি, কেইন, টায়ের, পাভলোভিচ ও ওলিসের গোলে বড় জয় নিশ্চিত করে বায়ার্ন।

১৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শিরোপা অভিযানে আরও এগিয়ে গেল লিগের সফলতম দলটি। এ জয়ে জার্মান লিগে শীর্ষস্থানে তাদের লিড বেড়ে দাঁড়াল ১১ পয়েন্টে।

আরও পড়ুন:

এছাড়া ইতালিয়ান লিগে উদিনেসকে ১-০ গোলে হারিয়ে নিজেদের শীর্ষস্থান সুসংহত করেছে ইন্টার মিলান। দুইয়ে থাকা নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে তারা।

এফএস